গুরুত্বপূর্ণ সমাপ্ত প্রকল্পের বিস্তারিত বিবরণ:
ক্রম |
প্রকল্পের নাম ও মেয়াদকাল |
প্রকল্পের মোট ব্যয় |
প্রকল্পের অর্জন (সংক্ষেপে) |
---|---|---|---|
১. |
চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৩ (জুলাই ২০০৫ হতে ডিসেম্বর ২০১১ পর্যন্ত) |
১০১২.০০ লক্ষ টাকা (জিওবি ৫১৬.০০ লক্ষ টাকা এবং প্রকল্প সাহায্য ৪৯৬.০০ লক্ষ টাকা) |
চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৩ এর আওতায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আওতাধীন বয়ার চর এ৭৫৮০ টি ভূমিহীন পরিবারের মাঝে ৯৮৫৪ একর কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। |
২. |
উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (৫ম পর্যায়) প্রকল্প (জুলাই ২০০৫ হতে জুন ২০১২ পর্যন্ত) |
৯০৭৯.০০ লক্ষ টাকা |
৯৬টি উপজেলা ভূমি অফিস ও ২০৭টি ইউনিয়ন ভূমি অফিস নির্মিত হয়েছে। |
৩. |
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প (জুলাই ২০১০ থেকে জুন ২০১২ পর্যন্ত) |
১৪৭২.০০ লক্ষ টাকা |
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ প্রদান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৫ম তলা বিশিষ্ট হোস্টেল ভবন নির্মাণ করা হয়েছে। |
৪. |
ঢাকা মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের ঢাকায় সরকারি জমিতে বহুতল বিশিষ্ট ভবনে পুনর্বাসন প্রকল্প (জুলাই ২০০৫ থেকে জুন ২০১৩ পর্যন্ত) |
৩৪৩৬৫.০০ লক্ষ টাকা (জিওবি ২০০.০০ লক্ষ টাকা ও পিপিপি ৩৪১৬৫.০০ লক্ষ টাকা) |
সরকারি জমিতে ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য নির্মিত বহুতল বিশিষ্ট ভবনের ২০১৬টি ফ্লাট নির্মিত হয়েছে। এর মধ্যে ৫৯৬ জন বস্তিবাসীসহ ১৭৯৪টি ফ্লাটে সুবিধাভোগীগণ বসবাস করছেন। |
৫. |
গুচ্ছগ্রাম (ক্লাইমেট ভিকটিমস রিহ্যবিলিটেশন প্রজেক্ট) (জানুয়ারি ২০০৯ হতে সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত) |
১৮৩৭৫.৬৩০ লক্ষ টাকা (সম্পূর্ণ জেডিসিএফ অর্থায়নে) |
১০৪৫৪টি পুনর্বাসিত পরিবারকে পরিবেশ বান্ধব উন্নত চুলা প্রদান। |
৬. |
স্ট্রেংদেনিং অব সেটেলমেন্ট প্রেস, ম্যাপ প্রিন্টিং প্রেস এ্যান্ড প্রিপারেশন অব ডিজিটাল ম্যাপস প্রকল্প (জুলাই ২০১০ হতে জুন ২০১৭ পর্যন্ত) |
১৯৯৩.০০ লক্ষ টাকা। |
প্রকল্পের আওতায় ১০ জন সার্ভেয়ার প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন। উক্ত প্রকল্পের আওতায় ৩টি মধ্যম ক্ষমতা সম্পন্ন সার্ভার, ২০টি কম্পিউটার এবং ৫০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার প্রিন্টার সংগ্রহ করা হয়েছে। ম্যাপ মুদ্রণ প্রেসের মুদ্রণ ক্ষমতা শক্তিশালী করার জন্য কম্পিউটার টু প্লেট(সিটিপি)সহ এক সেট বাই-কালার অফসেট ম্যাপ প্রিন্টিং প্রেস সংগ্রহ করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে জরিপ কাজ পরিচালনার জন্য ৫টি রাগ্ড নোটবুকসহ মোট ২০(বিশ) সেট Electronic Total Station(ETS) with its related accessories সংগ্রহ করা হয়েছে। |
৭. |
স্ট্রেন্দেনিং এক্সেস টু ল্যান্ড এ্যন্ড প্রপার্টি রাইটস্ ফর অল সিটিজেন্স অব বাংলাদেশ প্রকল্প (জুলাই ২০১১ হতে জুন ২০১৭ পর্যন্ত) |
১০৬৪২.৯০ লক্ষ টাকা (জিওবি ৬৪২.৯০ লক্ষ টাকা ও প্রকল্প সাহায্য ১০০০০.০০ লক্ষ টাকা) |
এ প্রকল্পের আওতায় ডিজিটাল জরিপ পরিচালনা করা হয়েছে এবং এর মধ্যে ৪৭টি মৌজার চূড়ান্ত প্রকাশনা দেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় তিনটি অফিসের মধ্যে কানেকটিভিটি স্থাপনের জন্য Integrated Digital Land Recording System(IDLRS) সফটওয়্যারের মাধ্যমে প্রকল্প এলাকায় কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। |
৮. |
স্ট্রেংদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রজেক্ট (কম্পোনেন্ট বি: ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) (জুলাই ২০১১ হতে জুন ২০১৭ পর্যন্ত)
|
১৫৫৪৭.১৭ লক্ষ টাকা (জিওবি ২৭৫৫.১৮ লক্ষ টাকা ও প্রকল্প সাহায্য ১২৭৯১.৯৯ লক্ষ টাকা) |
২০টি উপজেলায় ২০টি ভূমি তথ্য সেবা কেন্দ্র (Land Information Service Centre) স্থাপন, খতিয়ান স্ক্যানকরণ করা হয়েছে এবং খতিয়ান ডাটা এন্ট্রিকরণ করা হয়েছে। |
৯. |
Capacity Building and Supporting the Implementation Strengthening Governance Management Project (Component: B- Digital Land Management System) (2nd revised) (জুলাই ২০১১ হতে জুন ২০১৭ পর্যন্ত) |
৩৫১.৯১ লক্ষ টাকা (জিওবি ৪৭.৮০ লক্ষ টাকা ও প্রকল্প সাহায্য ৩০৪.১১ লক্ষ টাকা) |
সর্বশেষ জরিপে প্রণীত মৌজাম্যাপ ও খতিয়ান এবং মিউটেশন খতিয়ানের উপর ভিত্তি করে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি (DLMS) প্রস্ত্ততকরণ ও প্রবর্তন এবং জনগণকে ভূমির তথ্যাদি সম্পর্কিত সেবা প্রদানের লক্ষ্যে এ প্রকল্পটি ৭টি জেলার ৪৫টি উপজেলায় (দিনাজপুর-১৩টি, পাবনা-৯টি, গোপালগঞ্জ-৫টি, গাজীপুর-৫টি, জামালপুর-৬টি, শেরপুর-৫টি, রাজশাহী-২টি উপজেলা) বাস্তবায়ন করা হয়েছে। |
১০. |
জাতীয় ভূমি জোনিং (২য় পর্যায়) প্রকল্প (জুলাই ২০১২ হতে জুন ২০১৭ পর্যন্ত) |
২৭৫৪.৯৬ লক্ষ টাকা। |
৪৩টি জেলার ৩২৬টি উপজেলায় ৩২৬টি ‘ভূমি জোনিং প্রতিবেদন ও GIS Based Digital Land Zoning Map প্রণয়ন করা হয়েছে। |
|
চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (ভূমি অংশ) (জানুয়ারি ২০১১ হতে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত) |
৭৬৯.০০ লক্ষ টাকা (জিওবি ৪৫৫.০৬ লক্ষ টাকা এবং প্রকল্প সাহায্য ৩১৩.৯৪ লক্ষ টাকা) |
চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (ভূমি অংশ) প্রকল্পের আওতায় ১৩৫০৮ টি ভূমিহীন পরিবারের মাঝে ১৭৫৬০ একর ভূমি বন্দোবস্ত প্রদান করা হয়। |
১১. |
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬ তলা হতে ১২ তলা পর্যন্ত উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প (জুলাই ২০১৬ হতে জুন ২০১৯) |
১৪২৮.৪০ লক্ষ |
ভূমি প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষণ কেন্দ্রের গেজেটেড ও ননগেজেটেড কর্মকর্তাদের জন্য আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার নিমিত্ত আবকাঠামো নির্মাণ করা হয়েছে। |
১২. |
ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ (প্রথম পর্যায়ঃ Computerization of Existing Mouza Maps and Khatian) প্রকল্প (জুলাই ২০১২ হতে জুন ২০২০ পর্যন্ত) |
৯২৭৭.৭৩ লক্ষ টাকা। |
এ প্রকল্পের আওতায় জুন ২০২০ পর্যন্ত সর্বমোট ৪,০৭,০০০০০ টি খতিয়ানের ডাটা এন্ট্রি করা হয়েছে। |
১৩. |
ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প (জুলাই ২০১৫ হতে জুন ২০২১ পর্যন্ত) |
১৮৪০৪.২৩ লক্ষ টাকা |
ভূমি মন্ত্রণালয় এর সেবা সমূহ একই স্থান থেকে প্রদানের অংশ হিসেবে ঢাকার তেজগাঁও এলাকায় ১৩ তলা ভবন নির্মিত হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপীল বোর্ড এর কার্যালয় এবং প্রকল্প পরিচালক এর কার্যালয় সমূহ এখানে স্থাপিত হয়েছে। ডিজিটাল ভূমি সেবা প্রদানে নাগরিক কল সেন্টার এই ভবনে স্থাপিত হয়েছে। |
১৪. |
উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (৬ষ্ঠ পর্ব) (২য় সংশোধিত ) (জুলাই ২০১৪ হতে জুন ২০২২ পর্যন্ত) |
৭৪৬৭৮.০২ লক্ষ টাকা |
প্রত্যেক নাগরিককে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সেবা প্রদান, জনগণের দোড়গোড়ায় ভূমি সেবা পৌছে দেয়ার লক্ষ্যে প্রকল্পের আওতায় সারাদেশে ১৩৯টি উপজেলা ভূমি অফিস ও ৫০১টি ইউনিয়ন ভূমি অফিস নির্মিত হয়েছে। |
১৫. |
সমগ্রদেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প (জুলাই ২০১৬ হতে জুন ২০২৩ পর্যন্ত)
|
৭১২৭২.০০ লক্ষ টাকা |
শহর ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের ভূমি সেবা প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এবং ইউনিয়ন ভূমি অফিস পর্যায়ে ভূমি রেকর্ড সমূহ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার মান বৃদ্ধিকরণে সারাদেশে ১০৪৩ টি ইউনিয়ন ভূমি অফিস ( সমতল অঞ্চলে দোতলা ফাউন্ডেশনের ৯৮৬ টি, উপকূলীয় অঞ্চলের তিনতলা ফাউন্ডেশনের নিচতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সংস্থানে ৫৭ টি দোতলা ভবন ) নির্মিত হয়েছে। |