ক্রম | তারিখ | কার্যক্রম এবং মাইলফলক | ধরণ | ছবি |
১ | সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯ | মাননীয় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন মন্ত্রীসভায় ভূমিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনে মন্ত্রীসভার অন্যান্য সদস্যবৃন্দের সাথে ভূমিন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। | মাননীয় মন্ত্রীর শপথ | |
২ | ২২/০১/২০১৯ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার | ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/অধিদপ্তর/বোর্ড এর প্রধানগণের সমন্বয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর সদয় দিক্-নির্দেশনা মোতাবেক আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে করণীয় কার্যক্রম এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় | পরিকল্পনা | ছবি |
৩ | বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি,২০১৯ | ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ জেলার ই-নামজারী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান জনাব মুনশী শাহাবুদ্দিন আহমেদ এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। | কোর্স উদ্বোধন | ছবি |
৪ | রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | খুলনা বিভাগের ৭ টি জেলা - খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, সাতক্ষীরা, নড়াইল এবং বাগেরহাট জেলায় অনুষ্ঠিতব্য ৪ দিন ব্যাপী ই-মিউটেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। | কোর্স উদ্বোধন | ছবি |
৫ | সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯ | নামজারি, ই-নামজারি ও এল.টি নোটিশের মাধ্যমে নামজারির সময়সীমা সংশোধন সংক্রান্ত। | পরিপত্র | ফাইল |
৬ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | এল.টি নোটিশমূলে নামজারিকরণ। | সিদ্ধান্ত | ফাইল |
৭ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ঢাকা মহানগরসহ সমগ্র ঢাকা জেলায় শতভাগ ই-নামজারি চালু কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। | সেবা উদ্বোধন | ছবি |
৮ | রবিবার ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রাজধানীর কাঁটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চার দিনের ‘১ম বেসিক ভূমি ব্যবস্থাপনা রিফ্রেশার্স কোর্সে’র উদ্বোধন করেন এবং উক্ত কোর্সে অংশগ্রহণকারী 'সহকারী কমিশনার (ভূমি)'গণদের/এসিল্যান্ড উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আব্দুল হাই। | কোর্স উদ্বোধন | ছবি |
৯ | বুধবার ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | বিদ্যমান ভূমির বিপুল সংখ্যক শ্রেণিকে সহজবোধ্য, বাস্তবোপযোগী ও স্বল্পসংখ্যক শ্রেণিতে রূপান্তরকরণ এবং খতিয়ান ফরম সংশোধন | পরিপত্র | ফাইল |
১০ | বুধবার ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | RS-k (Revisional Survey-Khatian) System ও DRR (Digitization of Record Room)-এর মাধ্যমে সি.এস.,এস.এ., আর.এস. এবং দিয়ারা খতিয়ান অনলাইনে সরবরাহকরণ | পরিপত্র | ফাইল |
১১ | বুধবার ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ‘হাতের মুঠোয় খতিয়ান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দেশব্যাপী আর এস খতিয়ান অনলাইনে অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি। অনুষ্ঠানে প্রায় ৩২ হাজার জরিপ-কৃত মৌজার ১ কোটি ৪৬ লক্ষ আর এস খতিয়ানের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাকীগুলোও পর্যায়ক্রমে উন্মুক্ত করে দেওয়া হবে। | সেবা উদ্বোধন | ছবি |
১২ | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | চিটাগাং হিল ট্রাকস (ল্যান্ড একুইজিশন) রেগুলেশন (এমেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৯ | আইনের গেজেট | ফাইল |
১৩ | বুধবার, ৬ মার্চ ২০১৯ | সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান সংক্রান্ত | পরিপত্র | ফাইল |
১৪ | শনিবার, ৯ মার্চ ২০১৯ | ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন পাঁচটি দপ্তর এবং ৬৪ টি জেলায় কর্মরত ১৭৫৭৬ জন কর্মচারীর মধ্যে ১৭২০৮ জন কর্মচারী তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। অবশিষ্ট ৩৬৮ জন কর্মচারী বিভাগীয় মামলায় সাময়িক বরখাস্ত এবং দীর্ঘমেয়াদি ছুটিতে থাকার কারণে সম্পদের বিবরণী দাখিল করতে পারেননি। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা প্রদানের অন্যতম কৌশল হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রণালয়ের কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন। |
সিদ্ধান্ত বাস্তবায়ন | |
১৫ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে দুই সপ্তাহের ‘বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আব্দুল হাই। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যৌথভাবে ২০১৯ সালে নবনিযুক্ত ১৭০ জন এসিল্যান্ডদের মধ্যে প্রথম পর্যায়ে ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান করবে। | কোর্স উদ্বোধন | ছবি |
১৬ | ২১ মার্চ ২০১৯ | নিম্ন আদালত হতে ভূমি আপিল বোর্ড কর্তৃক যাচিত মূল নথি/প্রতিবেদন/মতামত দ্রুত প্রেরণ প্রসঙ্গে | পরিপত্র | ফাইল |
১৭ | ৩১ মার্চ ২০১৯ | (ঢাকা, ৩১ মার্চ ২০১৯) ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘‘ভূমি সেবায় অধিকতর গতিশীলতা আনয়নে ই-নামজারির ভূমিকা’’ শীর্ষক এক দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ। | ||
১৮ | ১০ এপ্রিল ২০১৯ |
১০-১৬ এপ্রিল, ২০১৯ ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশে এক সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা, ২০১৯ পালিত হয়। ১১ এপ্রিল ২০১৯ তারিখে রাজধানীর সেগুন বাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি কমপ্লেক্সে অবস্থিত জাতীয় চিত্রশালায় ঢাকা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যৌথ উদ্যোগে, ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯’ উপলক্ষে স্থাপিত ঢাকা মহানগরী অঞ্চলের ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন করেন মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এর আগে বিভাগীয় কমিশনার অফিস থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি সুসজ্জিত র্যালির নেতৃত্ব দেন ভূমিমন্ত্রী। |
সিদ্ধান্ত বাস্তবায়ন | ছবি |
১৯ | ১৫ মে, বুধবার ২০১৯ | ‘ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত অত্র অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনায় অধিকতর গতিশীলতা আনয়নে ‘ভূমি জরিপ কার্যক্রমের চ্যালেঞ্জসমূহ ও উত্তরণে করনীয়’ শীর্ষক এক দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি। | ||
২০ | ২১ আগস্ট, বুধবার, ২০১৯ | (বুধবার, ২১ আগস্ট, ২০১৯) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আয়োজিত তিন দিন ব্যাপী ‘ই-নামজারি সঞ্জীবনী কর্মশালা' এর ২য় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। | কোর্স উদ্বোধন | ছবি |