Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৪

ভূমি সচিব মোঃ খলিলুর রহমান ভূমি ভবনে ভূমি সংস্কার বোর্ডের সম্মেলন কক্ষে 'এক্সেস টু ল্যান্ড ডাটা' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


প্রকাশন তারিখ : 2024-06-02

(অন্যান্য ছবি দেখতে ক্লিক করুন - Click to view other photos)

 

 

/জরিপ, নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম সমন্বয়পূর্ণভাবে একই তালে কাজ করতে হবে - ভূমি সচিব/

(ঢাকা, রবিবার, ২ জুন, ২০২৪) ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বলেছেন স্মার্ট ভূমিসেবার সফল বাস্তবায়ন করতে হলে জরিপ, নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম সমন্বয়পূর্ণভাবে একই তালে কাজ করতে হবে।

আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সংস্কার বোর্ডের সম্মেলন কক্ষে রেজিস্ট্রেশন-মিউটেশন সিস্টেমের আন্তঃসংযোগ সমন্বয়ের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের আওতাভুক্ত সাব-রেজিস্ট্রারসহ ও ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের জন্য আয়োজিত 'এক্সেস টু ল্যান্ড ডাটা' শীর্ষক এক কর্মশালায় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এ কথা বলেন। এসময় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল উপস্থিত ছিলেন।

সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা ও বলিষ্ঠ নেতৃত্বে গতবছর ভূমি নিবন্ধন ব্যবস্থাপনার সাথে ভূমি নামজারি ব্যবস্থার আন্তঃসংযোগের কাজ শুরু হয়েছে। একইসাথে ভূমি সেটেলমেন্ট ও জরিপ ব্যবস্থাপনাও এর আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, শীঘ্রই ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে ২য় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযুক্ত সেবা শুরু করা হচ্ছে।

এ ব্যবস্থায় আলাদাভাবে তিনটি সিস্টেমে প্রবেশ না করে, সিস্টেমে একবার লগইন করেই তিনটি সেবা পাওয়া সম্ভব হবে। ফলে মিউটেশন থেকে সরাসরি খতিয়ান যাচাই, মিউটেশনের সাথে-সাথে হোল্ডিং নম্বর প্রদান ও ভূমি উন্নয়ন কর নির্ধারণ সম্ভব হবে। এছাড়া ভূমিসেবার সকল তথ্যও কলের মাধ্যমে জানানোর ব্যবস্থাও থাকছে।

কর্মশালায় ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তাগণ, আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের আওতাভুক্ত সাব-রেজিস্ট্রারসহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

/Survey, registration and management ought to function in synchronization - Land Secretary/

(Dhaka, Sunday, June 2, 2024) Land Secretary Md. Khalilur Rahman said that for the successful implementation of smart land service, survey, registration and management should work on the same page and function in synchronization.

Land Secretary Md Khalilur Rahman said this at a workshop titled 'Access to Land Data' for the sub-registrars under the Law Ministry and other officials of the Ministry of Land to coordinate the interconnection of the registration and mutation system, held at the conference room of the Land Reform Board at Bhumi Bhaban in Tejgaon in the capital today. Chairman of Land Appeal Board AKM Shamimul Haque Siddique and Chairman of Land Reform Board Md Abdus Sabur Mondal were present on the occasion.

The secretary said that with the sincere will and strong leadership of Prime Minister Sheikh Hasina, the work of interconnection of land mutation system with land registration system has started last year. At the same time, land settlement and survey management are also being brought under it.

Land Secretary said that second generation Mutation, Khatian, and LD Tax interconnected services are being launched soon through the Land Service Gateway (LSG).

In this system, it will be possible to access all three services by logging into the system without having to enter the three systems separately. As a result, it will be possible to directly verify documents from mutation, provide a holding number along with mutation, and determine land development tax. Apart from this, there is also a system of informing all the information; and services through calls.

Officials of the Ministry of Land and Land Reform Board, Sub-Registrar under the Registration Department of the Ministry of Law and officials of different projects and programs of the Ministry of Land participated in the workshop.