নামজারি আবেদন না-মঞ্জুর করার পূর্বে না-মঞ্জুরের কারণ জানাতে হবে
(ঢাকা, সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২) নামজারি আবেদন চূড়ান্তভাবে নামঞ্জুর করার পূর্বে সেবা গ্রহীতাকে তথ্য/কাগজপত্রের ঘাটতির ব্যাপারে অবগত করে নোটিশ দেওয়ার নির্দেশনা দিয়ে আজ এক পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে "ই-নামজারি আবেদন বাবদ ফি জমা প্রদানের পর আদেশ ব্যতীত নামজারির আবেদন না-মঞ্জুর প্রসঙ্গে" শীর্ষক পরিপত্রের মাধ্যমে আজ এই নির্দেশনা প্রদান করে ভূমি মন্ত্রণালয়। এর ফলে ভূমিসেবা গ্রহীতা নামজারি আবেদন না-মঞ্জুর হয়ে যাওয়ার পূর্বে একবার সুযোগ পাবেন ঘাটতি কাগজপত্র জমা দেওয়ার।
ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের ০২ নভেম্বর ২০২১ তারিখের ৫৬০ নম্বর পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০/- (বিশ) টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা জমা প্রদান করার নির্দেশনা রয়েছে। উক্ত টাকা পরিশোধ করার পর আবেদনকারীর আবেদন সহকারী কমিশনার (ভূমি)র আইডিতে তালিকাভুক্ত হয়। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অনেক সময় ১ম আদেশের পূর্বেই অনেক আবেদন না মঞ্জুর করা হয়। সেক্ষেত্রে কি কারণে আবেদন না মঞ্জুর হয়েছে নাগরিক জানতে পারেন না। এটি ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহির অন্তরায়।
পরিপত্রে আরও জানানো হয়, এক্ষেত্রে নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি)গণের ১ম আদেশের পূর্বে নামজারি বাতিল করা যাবে না। আবেদনে কোন তথ্য অথবা কাগজপত্রের ঘাটতি থাকলে ১ম আদেশে তা উল্লেখ করে তথ্য/কাগজপত্র দাখিলের নির্দিষ্ট সময়সীমা প্রদান করতে হবে। আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা অন্য কোন কারণে না-মঞ্জুর হলে ২য় আদেশে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখপূর্বক না-মঞ্জুর করার নির্দেশনা প্রদান করা হলো।
//Reason of mutation application rejection must be informed//
The Ministry of Land has issued a circular today with a direction to issue Information/Documents ‘Shortage Notice’ to the service receiver before the final rejection of the mutation application.
To alleviate the suffering of the citizens and to ensure transparency and accountability of the land office, land ministry has issued this directive today through a circular titled 'On not granting of mutation application without an order after payment of e-mutation application fee'. As a result, the land service recipient will have the opportunity to submit the deficit documents once before the application is rejected.
The circular, signed by Land Secretary Md Mustafizur Rahman PAA, says, there are instructions to deposit TK 20 as a court fee and TK 50 as a notice issuance fee at the beginning during the e-mutation application as per the circular number 560 issued on November 02, 2021, by the ministry of land. The applicant’s application is listed on the ID of the Assistant Commissioner (Land) after paying the fee. Often applications are not granted by the Assistant Commissioner (Land) even before the 1st order. The citizen could not know why the application has not been granted in that case. This is an obstacle to the transparency and accountability of the land office.
The circular also says, in this case, to reduce the suffering of the citizens and to ensure transparency and accountability of the land office, the mutation application cannot be rejected before issuing Assistant Commissioner (Land)’s 1st order. If there is a shortage of any information or document in the application, the deadline for filing the information/document should be provided by mentioning it in the 1st order. The mutation application has to be rejected through 2nd order by specifying the reason in case of failure of submission of information or documents within the specified period by the applicant or if not granted for any other reason.
পরিপত্রের পিডিএফ: