Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ 'বিশ্ব ব্যাংক ভূমি সম্মেলন ২০২৪'-এ বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।


প্রকাশন তারিখ : 2024-05-18

(অন্যান্য ছবি দেখতে ক্লিক করুন - Click to view other photos)

 

 

/বাংলাদেশ 'বিশ্ব ব্যাংক ভূমি সম্মেলন ২০২৪'-এ স্মার্ট ভূমিসেবা কার্যক্রম তুলে ধরেছে/

/প্রথমবারের মত বিশ্ব ব্যাংক ভূমি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ/

/জলবায়ু সহিষ্ণুতায় ভূমিসেবা ডিজিটালাইজেশনের ইতিবাচক প্রভাব বিশ্ব ব্যাংক সম্মেলনে প্রশংসিত/

(ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪) গত ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ 'বিশ্ব ব্যাংক ভূমি সম্মেলন ২০২৪'-এ বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এবার প্রথমবারের মত বিশ্ব ব্যাংক ভূমি সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করে স্মার্ট ভূমিসেবা কার্যক্রম তুলে ধরে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘ভূমির দখলিস্বত্ব ও জলবায়ু কার্যক্রমে প্রবেশাধিকার নিশ্চিতকরণ’ (Securing Land Tenure and Access for Climate Action) ।

এ সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত ভূমি খাত সংক্রান্ত প্রায় ১৫০০ জন সরকারি ও বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, একাডেমিয়া, সুশীল সমাজ ও অংশীজন অংশগ্রহণকারী এই সম্মেলনে ভূমি মালিকানা, ভূমি সংশ্লিষ্ট আইন-কানুন, ভূমি প্রশাসন ও নাগরিক ভূমিসেবা নিয়ে আলোচনা করেন। সম্মেলনে তাঁরা অভিজ্ঞতা, তথ্য ও জ্ঞান বিনিময় করেন।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্র বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগের যুগ্মসচিব ড. মো: জাহিদ হোসেন পনিরকে সম্মেলনের 'আঞ্চলিক পারিচালন কর্মশালা' (Regional Operational Workshops) অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করেন। ভূমি সচিব মোঃ খলিলুর রহমানের দিকনির্দেশনায় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ 'ডিজিটাল বাংলাদেশ’-এর আওতায় গৃহীত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের উপর আলোকপাত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলের জন্য পৃথক পৃথক পারিচালন কর্মশালায় কারিগরি সাফল্য, চ্যালেঞ্জ এবং নতুন উদ্ভাবনগুলির সাথে পরিচিত হওয়ার সুযোগ ছিল। বিশ্বব্যাংক সদর দপ্তরের মেইন কমপ্লেক্স সি টু হলে সম্মেলনের শেষ দিন, ১৭ মে ২০২৪ তারিখে যুক্তরাষ্ট্র সময় সকালে, 'প্রতিবন্ধকতা দূরীকরণ: ভূমি অধিকার, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু সহনশীলতা' (Breaking Barriers: Access to Land and Poverty Reduction and Climate Resilience) শীর্ষক দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বাংলাদেশ অংশগ্রহণ করে। এ কর্মশালায় পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশ অংশগ্রহণ করে।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বিশ্ব ব্যাংক ভূমি সম্মেলন ২০২৪-এ বাংলাদেশের সফল অংশগ্রহণের বিষয়ে বলেন, 'এই সম্মেলনে আমাদের উপস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 'স্মার্ট ভূমি ব্যবস্থাপনা' এবং 'বাংলাদেশ ডিজিটাল জরিপ'-এর মাধ্যমে ভূমি সংস্কারে আমাদের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশের নাগরিকদের কল্যাণ ও টেকসই উন্নয়নে ভূমি প্রশাসনে স্মার্ট উদ্ভাবনকে কাজে লাগিয়ে নাগরিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব।

পরিকল্পনা অনুযায়ী যুগ্ম সচিব জাহিদ হোসেন এই কর্মশালায় বাংলাদেশের 'স্মার্ট ল্যান্ড সার্ভিস' কার্যক্রমের কথা তুলে ধরেন। বর্তমানে এ কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের জন্য অনলাইনে ১০ টিরও বেশি ভূমি সম্পর্কিত পরিষেবা দেওয়া হয়ে থাকে। ভূমিসেবা ডিজিটালাইজেশন কীভাবে বাংলাদেশের কোটি নাগরিকের ভূমি মালিকানার নিরাপত্তা তথা দখলিস্বত্ব নিশ্চিত করেছে তা তিনি বিশ্ববাসীর কাছে ব্যাখ্যা করেন।

সম্মেলনে ভূমি খাতে নাগরিক সেবা ও সচেতনতা বৃদ্ধিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরা হয়। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ব্যবহারকারীকেন্দ্রিক নকশা, অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয়, অটোমেশন, দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন, শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা এবং ওপেন ডেটা গভর্নেন্স নীতিমালার প্রতি অঙ্গীকার।

জমি হাতবদলের পর নিবন্ধন, নামজারি, খতিয়ান ও ম্যাপ প্রস্তুতের সমন্বিত অটোমেশনের ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারেও জানানো হয়। এছাড়া, ভূমিসেবা ডিজিটালাইজেশনের কারণে ভূমি খাতে কয়েকগুণ রাজস্ব বৃদ্ধির ব্যাপারটি সম্মেলনে ভূয়সী প্রশংসিত হয়।

জলবায়ু সহিষ্ণুতা, সবুজায়ন এবং নগরায়নের উপর বাংলাদেশের ভূমিসেবা ডিজিটালাইজেশনের ইতিবাচক প্রভাবের বিষয়টি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অন্যদিকে, বাংলাদেশ অন্যান্য দেশের ভূমি ব্যবস্থাপনা বিষয়ক উত্তম চর্চা থেকেও মূল্যবান অভিজ্ঞতা করে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ই-নামজারি ব্যবস্থার জন্য ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ এবং ডিজিটাল ভূমি উন্নয়ন কর ব্যবস্থার জন্য ২০২২ সালে আইটিইউ ডব্লিউএসআইএস পুরস্কারে ভূষিত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

বিশ্বব্যাংকের ভূমি সম্মেলন ২০২৪-এ অংশগ্রহণের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

(সম্পূরক তথ্য)

সাধারণত ভূমি খাতে বিনিয়োগে নির্দেশনা ও অবহিতকরণ, বহুপক্ষীয় অংশীজনের আলোচনা ও সহযোগিতাকে সহজতর করা এবং এগিয়ে নেওয়া, প্রমাণ-ভিত্তিক নীতি প্রণয়নে উৎসাহ প্রদান এবং উদীয়মান উত্তম চর্চা ও উদ্ভাবনী গবেষণার ওপর জ্ঞান ও তথ্য বিনিময়ের একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে বিশ্ব ব্যাংক ভূমি সম্মেলন আয়োজন করে থাকে। ২০২৪ সালের ভূমি সম্মেলনে বিশ্বব্যাংক এ লক্ষ্যে ভূমি মালিকানা নিশ্চিতকরণের জন্য কার্যকর কৌশল এবং জলবায়ু পরিবর্তন প্রশমন এবং অভিযোজনের প্রবেশাধিকার নিশ্চিতকরণের উপায়গুলি তুলে ধরার উপর জোরদান করে।

এবারের সম্মেলনে বিশ্ব ব্যাংক, উন্নয়ন অংশীদার, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল উচ্চ পর্যায়ের উদ্বোধনী ও সমাপনী সেশন, বিষয়ভিত্তিক সেশন, গবেষণা সেশন, আঞ্চলিক পরিচালন কর্মশালা, বিশ্বব্যাপী ভূমি বিষয়ক উদ্যোগ এবং নতুন উদ্ভাবন প্রদর্শনী।

উল্লিখিত আঞ্চলিক পরিচালন কর্মশালা অধিবেশনটি আঞ্চলিক কারিগরি সাফল্য, চ্যালেঞ্জ এবং নতুন উদ্ভাবনসমূহের পর্যালোচনা করা এবং সাউথ-সাউথ কোঅপারেশন ভুক্ত দেশগুলির মধ্যে 'দক্ষিণ-দক্ষিণ' জ্ঞান ও তথ্য বিনিময়ের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। এবার এতে ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, লাওস, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা প্রমুখ দেশের প্রতিনিধিরা বিশ্ব ব্যাংক ভূমি সম্মেলনের এই অধিবেশনে অংশ নেন।

 

 

/Bangladesh Showcases smart land service initiatives at World Bank Land Conference 2024/

/Bangladesh participates in World Bank Land Conference for the first time/

/Positive impact of land service digitalization on climate resilience praised at World Bank conference/

(Dhaka, Saturday, 18 May 2024) Bangladesh actively participated in the prestigious 'World Bank Land Conference 2024,' held for five days at the World Bank headquarters in Washington, D.C., from last May 13 to May 17. This marked Bangladesh's inaugural participation in the conference, during which it showcased the Smart Land Service program. The theme of the conference was 'Securing Land Tenure and Access for Climate Action'

About 1500 representatives of government and non-government and international organizations, academia, civil society, and stakeholders from different countries discussed land ownership, land-related laws, land administration, and civil land services at the conference. They exchanged experiences, information, and knowledge at the conference.

Land Minister Narayon Chandra nominated Dr. Md. Jahid Hossain Panir, Joint Secretary, Digitization, Knowledge Management and Performance (DKMP) Wing of the Ministry of Land as a representative of Bangladesh to represent Bangladesh at the Regional Operational Workshops session of the conference. Under the direction of Land Secretary Md. Khalilur Rahman, it was decided to highlight the smart land management activities taken under Prime Minister Sheikh Hasina's special initiative 'Digital Bangladesh' at the conference.

The conference provided an opportunity to learn about technical achievements, challenges, and innovations in individual management workshops for different countries and regions of the world. On the final day of the conference, May 17, 2024, in the morning (U.S. time), a daylong workshop titled 'Breaking Barriers: Access to Land and Poverty Reduction and Climate Resilience' was held at the World Bank Headquarters Main Complex C2 Hall. Bangladesh participated in this workshop, along with various countries from the East Asia, Pacific, and South Asia regions.

Land Minister Narayon Chandra Chanda commented on Bangladesh's successful participation in the World Bank Land Conference 2024, saying, our presence at this conference reflects our unwavering commitment to land reforms through 'Smart Land Management' and the 'Bangladesh Digital Survey' under the leadership of Prime Minister Sheikh Hasina. We will continue to work towards building a smart Bangladesh by providing citizen land services using smart innovations in land administration for the welfare and sustainable development of the citizens of Bangladesh.

According to the plan, Joint Secretary Jahid Hossain highlighted the 'Smart Land Service' programs of Bangladesh in this workshop. Currently, more than 10 land-related services are provided online to the citizens through this program. He explained to the world how the digitalization of land services has ensured the security and tenure of land ownership of millions of citizens of Bangladesh.

At the conference, the initiatives of the Ministry of Land regarding increasing citizen services and awareness in the land sector were highlighted. These initiatives include user-centric design, seamless integration with essential services, automation, efficient workflow management, critical analytics and reporting, robust digital security, and a commitment to an open data governance policy, etc.

At the conference, the initiatives of the Ministry of Land to enhance citizen services and awareness in the land sector were highlighted. These initiatives include user-centric design, seamless integration with essential services, automation, efficient workflow management, critical analytics and reporting, robust digital security, and a commitment to an open data governance policy.

The Ministry of Land also shared information about plans for the integrated automation of registration, mutation, Khaitan (Record of Rights), and map updating following the transfer of land. Additionally, the increase in revenue in the land sector due to the digitalization of land services was lauded at the conference.

The positive impact of the digitization of land services in Bangladesh on climate resilience, green growth, and urbanization generated significant interest among delegates from different countries. Conversely, Bangladesh also gained valuable insights from the best practices of land management in other countries.

It is noteworthy that the Ministry of Land has already received international recognition by being awarded the United Nations Public Service Award in 2020 for the e-Mutation System and the ITU WSIS Prize in 2022 for the Digital Land Development Tax System.

Using the experience gained from participating in the World Bank Land Conference 2024, the possibility of sending more high-level representatives from Bangladesh in the future has been created.

(Supplementary Information)

The World Bank organizes the Land Conference as an international forum to direct and inform investments in the land sector, facilitate and advance multi-stakeholder dialogues and collaboration, advocate for evidence-driven policymaking, and share knowledge on emerging best practices and innovative research. The 2024 conference aims to highlight effective strategies for securing land tenure and access in support of climate change mitigation and adaptation.

This year's conference includes a range of events organized by the World Bank, development partners, civil society, and other partners, including high-level opening and closing sessions, Thematic Sessions, Research Sessions, Regional Operational Workshops, Global Land Initiatives, and innovations expo.

The Regional Operational Workshops session was organized to conduct an in-depth exploration of regional technical lessons, challenges, and emerging innovations, and to exchange 'South-South' knowledge and information among countries participating in South-South Cooperation. This year, representatives from India, Bhutan, Nepal, Pakistan, the Philippines, Laos, Sri Lanka, Indonesia, China, South Korea, Vanuatu, the Solomon Islands, and Tonga participated in this session of the World Bank Land Conference.