Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০১৬

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

 

ভূমিকাঃ

বাংলাদেশ একটি জনবহুল দেশ। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাথাপিছু জমির পরিমান এবং আবাদযোগ্য জমি কমে যাচ্ছে। তাই আগামী প্রজন্মের জন্য খাদ্যের নিশ্চয়তা, আবাসনসহ উন্নত জীবনযাত্রার জন্য আধুনিক ভূমি ব্যবস্থাপনা অপরিহার্য হয়ে পড়েছে। আধুনিক ভূমি ব্যবস্থাপনা পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ জনশক্তির। এ দক্ষ জনশক্তি তৈরি হতে পারে ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত কর্মকর্তা/কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) এর পরিচিতিঃ

ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ১৯৮৭ সালে “ভূমি প্রশাসন প্রশিক্ষণ কর্মসূচি” নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথম দফায় কর্মসূচির মেয়াদ নির্ধারণ করা হয় ১৯৮৭-৮৮ ও ১৯৮৮-৮৯ অর্থবছর। শুরুতে গণভবন, শেরেবাংলানগর, ঢাকায় এর কার্যক্রম পরিচালিত হতে থাকে। পরবর্তিতে কর্মসূচির মেয়াদ ১৯৮৯-৯০ এবং ১৯৯০-৯১ অর্থবছর পর্যন্ত বৃদ্ধি করা হয় এবং ভূমি সংস্কার বোর্ড, ১৪১-১৪৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকায় এর কার্যক্রম পরিচালিত হতে থাকে। কর্মসূচিটি পুনরায় ১৯৯১-৯২ ও ১৯৯২-৯৩ অর্থ বছর পর্যন্ত বৃদ্ধি পায়। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে সরকার “ভূমি প্রশাসন প্রশিক্ষণ কর্মসূচি” কে স্থায়ীরূপ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ লক্ষ্যে “ভূমি প্রশাসন প্রশিক্ষণ কর্মসূচি” ০১-০৬-১৯৯৩ তারিখ হতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত হয়ে “ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র” নামে নামকরণ হয়। সে সময় থেকে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব ভবন ৩/এ নীলক্ষেত, কাটাবন, ঢাকা-১২০৫ এ পরিচালিত হচ্ছে। ভূমি বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ১২ তলা ফাউন্ডেশন বিশিষ্ট নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। ২০১৩ সাল হতে নিজস্ব ভবন ৩/এ নীলক্ষেত, কাটাবন ঢাল, ঢাকা-১২০৫ এ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বৃহত্তর পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

 

ভিশনঃ

সুশাসন প্রতিষ্ঠায় প্রশিক্ষণের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত মানব সম্পদের অধিকতর দক্ষতা অর্জনে কার্যক্রম পরিচালনা।

 

মিশনঃ

১. কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে ভূমি প্রশাসনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা/কর্মচারীদের ভূমি সংক্রান্ত আইন, বিধি এবং পদ্ধতি সম্পর্কে অবহিতকরণ।

২. ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকারিতা এবং দক্ষতা উন্নয়ন।

৩. ভূমি অফিসসমূহে ইতিবাচক পরিবেশ তৈরিতে কর্মকর্তা/কর্মচারীদের অনুপ্রাণিত করা।

৪. ভূমি ব্যবস্থাপনার জন্য যোগ্য, দক্ষ, দায়িত্বশীল, স্ব-উদ্যোগী, স্বচ্ছ এবং নৈতিকভাবে শক্তিশালী পেশাজীবী গড়ে তোলা।

 

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কার্যাবলীঃ

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মূল কাজ হলো ভূমি ব্যবস্থাপনা ও ভূমি জরিপের সাথে সম্পৃক্ত কর্মকর্তা/কর্মচারীদের ভূমি বিষয়ক প্রশিক্ষণ প্রদান। ভূমি ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ের সর্বনিম্ন স্তর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নামজারী সহকারী, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী, সার্ভেয়ার, কানুনগোসহ সমপর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), আরডিসি, জেসিও, এল.এ.ও, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের কর্মকর্তাদের ভূমি আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, প্রশিক্ষণের আয়োজন করে থাকে। ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর/অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারী এবং সেটেলমেন্ট বিভাগের সহকারী সেটেলমেন্ট অফিসার, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার, কানুনগো, খারিজ সহকারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের জন্যও ভূমি আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশ এর সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগণও স্বল্প পরিসরে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করে থাকেন।

এছাড়া জেলা ও বিভাগ পর্যায়ে এ প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগীতায় জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা/উপ-সহকারী ভূমি কর্মকর্তা, নামজারী সহকারী, সার্টিফিকেট সহকারী, সার্ভেয়ার ও অফিস সহকারীসহ সমপর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের জন্য ১ সপ্তাহ ব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়ে থাকে।

 

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের জনবল সাংগঠনিক কাঠামোঃ

পরিচালক, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ কেন্দ্রের বর্তমান লোকবল ২৮ জন। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কলেবর বৃদ্ধি পাওয়ায় এবং প্রশিক্ষণ কেন্দ্রকে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার উদ্দেশ্যে নতুন ১৫টি পদ সৃজন করা হয়। নব সৃষ্ট পদসহ নিয়োগ বিধি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়ে পরবর্তী কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। লোকবল কাঠামো নীচে দেখানো হলোঃ

ক্রমিক

পদবি

বর্তমান পদ

নবসৃষ্ট (প্রক্রিয়াধীন) পদ

মোট পদ

বেতন গ্রেড

পরিচালক

০১

-

০১

 

উপ-পরিচালক

০২

-

০২

 

সহকারী পরিচালক

০৫

-

০৫

৩ - ৯

সহকারী প্রোগ্রামার

-

০১

০১

 

প্রকাশনা কর্মকর্তা

-

০১

০১

 

হোস্টেল সুপার

-

০১

০১

১০

সহকারী লাইব্রেরীয়ান

-

০১

০১

 

প্রধান সহকারী

০১

-

০১

 

হিসাব রক্ষক

০১

-

০১

১১ - ১৫

১০

কম্পিউটার অপারেটর

০১

-

০১

 

১১

লাইব্রেরি সহকারী কাম ক্যাটালগার

০১

-

০১

 

১২

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

০১

-

০১

 

১৩

নাজির কাম ক্যাশিয়ার

০১

-

০১

১১ - ১৫

১৪

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

০৩

-

০৩

 

১৫

গাড়ী চালক

০১

-

০১

 

১৬

ইলেকট্রিশিয়ান

-

০১

০১

 

১৭

ক্যাশ সরকার

০১

-

০১

 

১৮

অফিস সহায়ক

০৬

-

০৬

 

১৯

নিরাপত্তা প্রহরী

০২

০১

০৩

 

২০

পরিচ্ছন্নতা কর্মী

০১

-

০১

 

২১

প্লাম্বার কাম পাম্প অপারেটর

-

০১

০১

 

২২

লিফট ম্যান

-

০১

০১

১৬ - ২০

২৩

বাবুর্চি

-

০১

০১

 

২৪

সহকারী বাবুর্চি

-

০১

০১

 

২৫

ক্লাস এ্যাটেনডেন্ট

-

০২

০২

 

২৬

হোস্টেল বয়

-

০২

০২

 

 

মোট

২৮

১৪

৪২

 

 

ওয়েবসাইট

http://www.latc.gov.bd/