Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০২১

মুজিবনগর সরকারের প্রকৃত কর্মচারীদের ভূমি মন্ত্রণালয়ের পদে আত্তীকরণের গণবিজ্ঞপ্তি প্রকাশ


প্রকাশন তারিখ : 2021-10-06

মুজিবনগর সরকারের প্রকৃত কর্মচারীদের ভূমি মন্ত্রণালয়ের পদে আত্তীকরণের গণবিজ্ঞপ্তি প্রকাশ

(ঢাকা, বুধবার ০৬ অক্টোবর ২০২১) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ও কন্টেম্প মামলার আদেশের পরিপ্রেক্ষিতে প্রাক্তন মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে দাবীদার প্রার্থীদের ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে আত্তীকরণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। এজন্য ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা হয়েছে। দরখাস্ত জমাদানের শেষ তারিখ আগামী ১০ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ।
গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্তের সাথে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে: 'বয়স প্রমাণের জন্য শিক্ষাগত সনদ', 'মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে নিয়োগপত্র ও ছাড়পত্র', 'জাতীয় পরিচয় পত্র', 'নাগরিক সনদ', 'মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে আত্তীকরণের নিমিত্ত সংস্থাপন (বর্তমানে জনপ্রশাসন) মন্ত্রণালয় কর্তৃক মনোনয়ন  পত্র', 'মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রের আলোকে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে যোগ্যতার প্রমাণক' এবং 'সংশ্লিষ্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ' জমা দেওয়ার আহবান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

 

Public Notice to assimilate bona fide Mujibnagar GOV employees to land ministry posts 

Based on the order of the High Court Division of the Supreme Court in regard to the writ petition and contempt case, the land ministry has issued a public notification to assimilate bona fide Mujibnagar government employees in various posts of the land ministry. For this, a self-written application to the land secretary has been invited along with the necessary documents. The last date for submission of application is next November 10, 2021.

Required documents to submit along with the application as per public notification are: 'Educational Certificate for Proof of Age', 'Appointment and clearance certificate as Mujibnagar employee', 'National Identity Card (NID', ‘Certificate of Citizenship.', 'Nomination letter from the Ministry of Establishment (now Public Administration) for assimilation as Mujibnagar government employee', 'Proof of eligibility as an employee of Mujibnagar government as per the circular issued by the Ministry of Liberation War Affairs’ and 'Certificate of Educational Qualification for the relevant post'