Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ August ২০২১

মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই উদ্বোধন করবেন ভূমি ভবন, মাননীয় ভূমিমন্ত্রীর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন


প্রকাশন তারিখ : 2021-08-25

 

(সকল ছবির জন্য ক্লিক করুন

মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই উদ্বোধন করবেন ভূমি ভবন

মাননীয় ভূমিমন্ত্রীর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন

(ঢাকা, বুধবার, ২৫ আগস্ট, ২০২১) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন কমপ্লেক্স আগামী মাসে (সেপ্টেম্বর) উদ্বোধন করতে পারেন বলে জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ বুধবার এই ভবনের সর্বশেষ অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করার সময় তিনি এ তথ্য জানান।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয় পরিদর্শনের সময় ভূমি মন্ত্রণালয়ের সেবাদানকারী সকল দপ্তর/সংস্থাকে একই ছাদের নীচে এনে জনগণকে ‘এক জায়গায় সকল সেবা’ (One Stop Service) প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে একই স্থানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থাসমূহের স্থান সংকুলানের জন্য ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রকল্প এলাকায় ভূমিমন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ। এসময় ভূমি ভবনের প্রকল্প পরিচালক ও গণপূর্ত প্রকল্প সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খালেদ হোসেন ভূমিমন্ত্রীকে ভূমি ভবনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবগত করেন। এসময় প্রকল্প পরিচালক মন্ত্রীকে জানান ভূমি ভবন এখন দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত।

এছাড়া, এই সময় আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাহিদা খানম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সতীনাথ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থা ও গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ঢাকা শহরের ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত। ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তর, সংস্থা ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যালয় ও একটি আধুনিক রেকর্ড রুমের সংস্থান এ ভূমি ভবন কমপ্লেক্সে রাখা হয়েছে। উক্ত অফিসগুলো একই ভবনে অবস্থানের ফলে ভূমি সংক্রান্ত সেবাদান ও সেবাগ্রহণ প্রক্রিয়া সহজতর হবে। উল্লেখ্য ভবনটিতে বিশেষ ব্যবস্থা হিসেবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে।

ভূমি ভবন কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল, বঙ্গবন্ধু কর্নার ও কর্মজীবী মায়ের সুবিধার্থে একটি ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ১৮০ কোটি টাকা। নির্মিত ভবনটি ২টি বেজমেন্টসহ মোট ১৩ তলা বিশিষ্ট। মূল ভবনটির নির্মাণ এরিয়া প্রায় ৩২,২০০ বর্গ মিটার।

*(সুনির্দিষ্টভাবে, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ১৮৪.০৪২৩ কোটি টাকা। নির্মিত ভবনটি ২টি বেজমেন্টসহ মোট ১৩ তলা বিশিষ্ট। মূল ভবনটির নির্মাণ এরিয়া প্রায় ৩২,১৫৭.৯৩ বর্গ মিটার।) 

 

Hon'ble Prime Minister to inaugurate the Bhumi Bhaban shortly

Hon'ble Land Minister inspected the progress

 

Hon'ble Prime Minister Sheikh Hasina may inaugurate the Bhumi Bhaban Complex at Tejgaon in the next month (September), said Land Minister Saifuzzaman Chowdhury. He made the remarks while inspecting the latest progress of the building on Wednesday, today.

It is to be noted that during her visit to the Ministry of Land on September 18, 2014, Prime Minister Sheikh Hasina had directed to bring all the departments/agencies under the Ministry of Land to come under one roof to provide 'One Stop Service' to the people. An initiative was taken afterward to construct a Bhumi Bhaban Complex to accommodate the offices/agencies under the Ministry of Land at the same place.

Land Secretary Md Mustafizur Rahman PAA was present during the land minister's visit to the project area. Meanwhile, Project Director of Bhumi Bhaban and Superintending Engineer of Public Works Project Circle-1 Md. Khaled Hussain informed the Land Minister about the latest progress of Bhumi Bhaban. At that time, the project director informed the minister that Bhumi Bhaban is now fully ready for conducting official activities.

Acting Chairman of Land Reforms Board Zahida Khanam, Director General of Land Records and Survey Department Md. Moyazzem Hossain, Land Ministry Additional Secretary Pradip Kumar Das, Public Works Department Superintending Engineer Sati Nath Basak, Superintending Engineer Md. Mahbubur Rahman and concerned officials of the Ministry of Land and Ministry's departments/agencies and Public Works Department were also present on the occasion.

The Land Reform Board, Land Appeal Board, and Land Records and Survey Department under the Ministry of Land are located at different places in Dhaka city. Apart from various departments and agencies under the Ministry of Land, offices of various projects being implemented under the Ministry of Land and provision of a modern record room have been set up in the Bhumi Bhaban complex. different offices under one roof will facilitate the process of land-related services and services. A sewage treatment plant has been set up in the building as a special arrangement.

A Mural of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangabandhu Corner, and a day-care center for the convenience of working mothers, have been set up in the Bhumi Bhaban complex.

The estimated cost of the project is around Tk. 180 crore. The building has a total of 13 floors with 2 basements. The construction area of the main building is about 32, 200 square meters.

*(Precisely, The estimated cost of the project is around Tk. 184.0423 crore. The building has a total of 13 floors with 2 basements. The construction area of the main building is about 32,157.93 square meters.)