Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ সেপ্টেম্বর ২০২১

ভূমি মন্ত্রণালয়ের জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ ও ২০২০-২১ প্রদান


প্রকাশন তারিখ : 2021-09-15

সব ছবির জন্য ক্লিক করুন 

 

শুদ্ধাচার পুরস্কার পেলেন ভূমি মন্ত্রণালয়ের পাঁচজন

(ঢাকা, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১) কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি সরূপ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার পাঁচজন কর্মকর্তা-কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন।

আজ সচিবালয়ে ভূমিমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে শুদ্ধাচার পুরস্কারের সন্মাননা সনদটি তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র-এর সাবেক পরিচালক মোঃ আব্দুল হাই ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা দেবরাজ পাহলান মিঠু ও অফিস সহায়ক অজিত সরকার নিজ নিজ ক্যাটাগরিতে ২০১৯-২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রিজাউল করিম ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রাজিয়া সুলতানা নিজ নিজ ক্যাটাগরিতে ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

Five Land Ministry officials received the Integrity Award

Five officials of the Ministry of Land and its departments/agencies received the National Integrity Award in recognition of their ethical practices in the workplace.

Land Minister Saifuzzaman Chowdhury handed over the certificate of honor to them in a humble ceremony in his office at the Secretariat today.

Former Director of Land Administration Training Centre Md. Abdul Hye won the Integrity Award for the financial year 2020-21.

Land Ministry Personnel Officer (PO) Devaraj Pahlan Mithu and Office Assistant Ajit Sarkar won the Integrity Award for the financial year 2019-20 in their respective categories.

Administrative Officer (AO) Rezaul Karim and Shorthand Typist Cum Computer Operator Razia Sultana won the Integrity Award for the financial year 2020-21 in their respective categories.