Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জানুয়ারি ২০২১

মাননীয় ভূমিমন্ত্রীর সাথে ভারতের মান্যবর হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেন


প্রকাশন তারিখ : 2021-01-07

 

মাননীয় ভূমিমন্ত্রীর সাথে মান্যবর ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

(ঢাকা, বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি, ২০২১) বাংলাদেশে নিযুক্ত ভারতের মান্যবর হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আজ বৃহস্পতিবার সকালে মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বৈঠকে ভূমিমন্ত্রী ভারতের প্রয়াত রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভূমিমন্ত্রী তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাথে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চমৎকার বন্ধুত্বের কথা স্মরণ করেন। 

এসময় ভূমিমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও নিবিড় হবে। 
বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। হাইকমিশনার বলেন, “বাংলাদেশ ও ভারত বন্ধু-প্রতীম দেশ”। 'ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০' অর্জন করার জন্য বিক্রম কুমার দোরাইস্বামী ভূমিমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি ভূমি ব্যবস্থাপনার ডিজিটাইজেশন কার্যক্রমেরও প্রশংসা করেন। 

ভূমিমন্ত্রীর সাথে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাসুদ করিম।

H.E Indian High commissioner to Bangladesh pays Courtesy Call on Hon'ble Land Minister

H.E Indian High commissioner to Bangladesh Vikram K Doraiswami paid a courtesy call on the Hon'ble land minister Saifuzzaman Chowdhury, MP today Thursday at minister’s office at the secretariat. The Land Minister appraised the High commissioner on Bangladesh's various plans for land management and its digitalization.

The Land Minister recalled the late President of India Shri Pranab Mukherjee and said he was a true friend of Bangladesh during the meeting. The land minister also reminisced the excellent friendship between late President Shri Pranab Mukherjee and his father, a heroic freedom fighter late Akhtaruzzaman Chowdhury Babu.

Land Minister expressed his strong optimism on the strengthening of the strategic, commercial, and global partnerships between the two countries while lauding the various initiatives taken by the Indian Prime Minister Narendra Modi.

High Commissioner Vikram K Doraiswami lauded Prime Minister Sheikh Hasina's strong leadership in the rapid industrialization and development of Bangladesh. The High Commissioner said, "Bangladesh-India are two friendly-countries." Vikram K Doraiswami congratulated the Land Minister for winning the "United Nations Public Service Award-2020". He also praised the digitization activities of land management.

Additional Secretary of the Ministry of Land Md Masud Karim was also present during the courtesy call of the Indian High Commissioner.