Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৬

হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব)-এর দপ্তর

 

ভূমিকা :

হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তর ভূমি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা সংস্থা। জনসাধারনের সহিত এ দপ্তরের সরাসির কোন সম্পৃক্ততা না থাকায় তাদের প্রত্যক্ষভাবে সেবাদানের সুযোগ নাই। তবে প্রতিষ্ঠানটি অডিটের মাধ্যমে সরকারি অর্থের অপচয় রোধ ও ব্যয় নিয়ন্ত্রন করে সরকারি অর্থ সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার, দেশ ও জনগণেনর সেবায় নিয়োজিত।

 

হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের পরিচিতি :

জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুযায়ী রাজস্ব আদায় এবং উহা সরকারি কোষাগারে জমা প্রদানের বিষয়টি তদারকি ও নিশ্চিতকরণের লক্ষ্যে নিরীক্ষাকার্য পরিচালনার ব্যাপারে হিসাব মহা-নিয়ন্ত্রক অপারগতা প্রকাশ করলে তৎকালীন বোর্ড অব রেভিনিউ, হিসাব মহা-নিয়ন্ত্রক এবং অর্থ বিভাগের সাথে Consultation করে ১৯৫৪ সালে ভূমি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা সংস্থা হিসেবে হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর প্রতিষ্ঠা করা হয়।

 

ভিশন :                                                             

অভ্যন্তরীণ নিরীক্ষা কাজে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতাপূর্ণ সুষ্ঠ ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা।

 

মিশন :

আদায়কৃত রাজস্ব সরকারের যথাযথ খাতে জমা প্রদান, আত্মসাৎ ও অপচয় রোধ এবং সরকারি সম্পত্তির সুষ্ঠ ব্যবস্থাপনা ও স্বার্থ সংরক্ষণ নিশ্চিতকরণ।

 

জনবল :

হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের অর্গানোগ্রাম অনুযায়ী মঞ্জুরীকৃত জনবলের পদওয়ারী বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ

 

 

নং

পদের নাম

 বেতন গ্রেড

মঞ্জুরীকৃত পদ সংখ্যা

হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব)

৬ষ্ঠ

০১টি

সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব)

৯ম

০৯টি

হিসাব তত্ত্বাবধায়ক (রাজস্ব)

১০ম

৭৬টি

নিরীক্ষক (রাজস্ব)

১১তম

৮৮টি

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (সিএ)

১৩তম

০১টি

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

১৬তম

১৮টি

গাড়ীচালক

১৫তম

০১টি

অফিস সহায়ক

২০তম

৭৯টি

 

সর্বমোট =

 

২৭৩টি

 

 

 

অর্গানোগ্রাম :

 

 

কায্র্পরিধিঃ

হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তর কর্তৃক প্রতি অর্থবছরওয়ারী ভূমি মন্ত্রণালয়াধীন যে সকল অফিসের নিরীক্ষাকার্য সম্পাদন করা হয় তা নিম্নরূপ :

 

নিরীক্ষণযোগ্য অফিসের শ্রেণি বিন্যাস

নিরীক্ষণযোগ্য অফিসের নাম

হিসাবের নাম

হিসাবের সংখ্যা

অর্থ বছরে রিপোটের সংখ্যা

ম্যানেজমেট সাইট

জেলা প্রশাসেকর কার্যালয়

এস,এ শাখা

৬৪টি

৬৪টি

এল,এ শাখা

৬৪টি

৬৪টি

ভি,পি শাখা

৫৭টি

৫৭টি

জেলা প্রশাসক এর কার্যালয়, রাঙ্গামাটি

মৌজা ম্যান হিসাব

২৫টি

 

০২টি

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়

চীফ হিসাব

০২টি

ভি,পি শাখা

৪৬৫টি

৪৬৫টি

উপজেলা/থানা ভূমি অফিস

৫০৭টি

৫০৭টি

ইউনিয়ন ভূমি অফিস

৩,৪৬৩টি

সেটেলমেন্ট সাইট

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

সদর দপ্তর

০১টি

০১টি

ঢাকা সেটেলমেন্ট অফিস

০১টি

০১টি

সেটেলমেন্ট প্রেস

০১টি

০১টি

দিয়ারা সেটেলমেন্ট অফিস

০৪টি

০৪টি

জোনাল সেটেলমেন্ট অফিস

১৫টি

১৫টি

উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিস

২৩২টি

৩৮টি

ভূমি মন্ত্রণালেয়র নিয়ন্ত্রণাধীন বোর্ড/দপ্তর/অধিদপ্তর

ভূমি সংস্কার বোর্ড

সদর দপ্তর

০১টি

০১টি

বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার এর কার্যালয়

০৬টি

০৬টি

ভাওয়াল রাজ কোর্ট অব ওয়ার্ডস

০১টি

০১টি

ঢাকা নওয়াব কোর্ট অব ওয়ার্ডস

০১টি

০১টি

ভূমি আপীল বোর্ড

সদর কার্যালয়

০১টি

০১টি

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রি

সদর কার্যালয়

০১টি

০১টি

ভূমি মন্ত্রণালয়

ভি,পি শাখা

০১টি

০১টি

সর্বমোট =

৪৯১৩টি

১২৩১টি

 

 

ওয়েবসাইট

http://www.coa-revenue.gov.bd/