Wellcome to National Portal
ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জানুয়ারি ২০১৬

আভ্যন্তরীণ সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবি, ফোন নম্বর ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

  1.  

অর্জিত ছুটি মঞ্জুর

আবেদন পাওয়ার পর নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী)

  1. ছুটির আবেদন ;
  2. নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নম্বর-২৩৯৫) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন (গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে), প্রাপ্তিস্থান:  হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।
  3. হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন-গেজেটেড কর্মচারীদেরক্ষেত্রে), প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়।

বিনামূল্যে

০৭ কর্মদিবস

 

 

 

 

 

 

 

 

 

 

 

জনাব মোঃ আববাছ উদ্দিন

সিনিয়র সহকারী সচিব

প্রশাসন-১ শাখা

ফোনঃ ৮৮০২৯৫৪০০৮৫

ই-মেইলঃ abbasuddin89@yahoo.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জনাব মোঃ আববাছ উদ্দিন

সিনিয়র সহকারী সচিব

প্রশাসন-১ শাখা

ফোনঃ ৮৮০২৯৫৪০০৮৫

ই-মেইলঃ abbasuddin89@yahoo.com

 

 

  1.  

অর্জিত ছুটি

(বহিঃ বাংলাদেশ)

আবেদন পাওয়ার পর

ক) নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী নিষ্পত্তি করে সরকারি আদেশ জারি করা হয়।

খ) সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিদেশ ভ্রমণের অনুমতি ও আনুষঙ্গিক নির্দেশনা অনুসরণীয়।

১.ছুটির আবেদন ;

২.নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নম্বর-২৩৯৫) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন (গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে), প্রাপ্তিস্থান:  হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।

৩.হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন-গেজেটেড কর্মচারীদেরক্ষেত্রে), প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়।

৪.ব্যক্তিগত কারণে সরকার/সংস্থার কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের আবেদনপত্র (প্রাপ্তিস্থান: প্রশাসন-১ শাখা)

বিনামূল্যে

০৭ কর্মদিবস

  1.  

শ্রামিত্মবিনোদন ছুটি

আবেদন পাওয়ার পর শ্রামিত্মবিনোদন ভাতা/চিত্তবিনোদন ভাতা বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী নিস্পত্তি করে সরকারি আদেশ জারি করা হয়।

১.ছুটির আবেদন;

২.নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নম্বর-২৩৯৫) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন (গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে), প্রাপ্তিস্থান:  হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।

৩.প্রথম বারের জন্য চাকরিতে যোগদানপত্র এবং অন্যান্য ক্ষেত্রে শেষ বারের ছুটি মঞ্জুরিপত্র;

৪.নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সুপারিশ।

বিনামূল্যে

০৭ কর্মদিবস

  1.  

সাধারণ পেনশন প্রদান

পেনশন আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করে দাখিল করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সরকারি আদেশ জারি করা হয়।

  1. যথাযথভাবে পূরণকৃত পারিবারিক পেনশন ফরম
  2. আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতা অর্পন ও অভিভাবক মনোনয়ন এর প্রত্যয়নপত্র।
  3. নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ;
  4. না-দাবী প্রত্যয়নপত্র
  5. পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষনাপত্র
  6. প্রত্যাশিত শেষবেতন সনদ (ই.এল.পি.সি)

বিনামূল্যে

৪৫ কর্মদিবস

  1.  

পারিবারিক পেনশন প্রদান

আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করে দাখিল করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা হয়।

  1. যথাযথভাবে পূরণকৃত পারিবারিক পেনশন ফরম স্বাক্ষরিত
  2. সিটিকর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনার কর্তৃক উত্তরাধিকারী সনদপত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট;
  3. আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতা অর্পন ও একক অভিভাবক মনোনয়ন;
  4. নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ;
  5. চেয়ারম্যান/ডাক্তার কর্তৃক মৃত্যু সনদ

বিনামূল্যে

৪৫ কর্মদিবস

  1.  

পাসপোর্টের NOC প্রদান

আবেদন প্রাপ্তির পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর সরকারি আদেশ জারি করা হয়।

  1. নির্ধারিত ফরমে যথাযথভাবে পুরণকৃত আবেদন
  2. নিয়োগকারী কর্তৃপক্ষের সুপারিশ

 

বিনামূল্যে

১৫ কর্মদিবস

  1.  

সাধারণ ভবিষ্য তহবিল  হতে অগ্রিম প্রদান

আবেদন পাওয়র পর ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সরকারি আদেশ জারি করা হয়।

১. নির্ধারিত ফরমে আবেদন

২.হিসাবরক্ষণ কর্মকর্তার জিপিএফ এর হিসাব বিবরণী

৩.নিয়োগকারী কর্তৃপক্ষের সুপারিশ

 

বিনামূল্যে

১০ কর্মদিবস

  1.  

পি আর এল মঞ্জুরী

নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে

আবেদন প্রাপ্তির পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অফিস আদেশ জারি করা হয়।

১. আবেদন

২. নির্ধারিত ফরমে(বাংলাদেশ ফরম নম্বর-২৩৯৫) হিসাব রক্ষণ কর্মকর্তার ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র

৩.শিক্ষাগত যোগ্যতার সনদ(এস.এস.সি সার্টিফিকেট)

  1. অঙ্গীকার পত্র
  2. বিভাগীয় মামলা প্রত্যয়ন পত্র
  3. সার্ভিস বুক(নন-গেজেটেড)

বিনামূল্যে

১৫ কর্মদিবস

  1.  

টাইমস্কেল/ সিলেকশন গ্রেড প্রদান

 

 

আবেদন পাওয়ার পর সরকার কর্তৃক নির্ধারিত কমিটির সভায় উপস্থাপন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মঞ্জুরির আদেশ জারি করা হয়।

  1. আবেদন;
  2.  সার্ভিস বুক;
  3. হালনাগাদ বার্ষিক গোপনিয় প্রতিবেদন ০৫(পাঁচ) বছরের;
  4. বিভাগীয় মামলা সংক্রান্ত তথ্যাদি।

 

 

বিনামূল্যে

০২ মাস

মাঠ প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে:

এ.টি.এম মোস্তফা কামাল

উপসচিব (মাঠ প্রশাসন)

ফোন: +৮৮০২৯৫৪০১৭২

ইমেইল: kamal5648@yahoo.com

  1.  

চাকরি স্থায়ীকরণ

আবেদন পাওয়ার পর সংশিস্নষ্ট নিয়োগবিধিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়।

  1. সাদা কাগজে আবেদন;
  2. হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন(পদন্নোতির ক্ষেত্রে ১ বছর এবং সরাসরি নিয়োগেরক্ষেত্রে ২ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন;

 

বিনামূল্যে

১০ কর্মদিবস

জনাব মোঃ আববাছ উদ্দিন

সিনিয়র সহকারী সচিব

প্রশাসন-১ শাখা

ফোনঃ ৮৮০২৯৫৪০০৮৫

ই-মেইলঃ abbasuddin89@yahoo.com

  1.  

আবাসিক ও দাপ্তরিক টেলিফোন সংযোগ

সমন্বিত সরাকারি টেলিফোন নীতিমালা-২০০৪ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

  1. সমন্বিত সরাকারি টেলিফোন নীতিমালা-২০০৪ এর নির্ধারিত

বিনামূল্যে

১৫ কর্মদিবস

  1.  

ভূমি মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওয়াধীন দপ্তরের কোটা ভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের অনুকূলে সরকাররি বাসা বরাদ্দ

সরকারি বাসা বরাদ্দ নীতিমালা-১৯৮২, অনুযায়ী আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত কমিটির সুপারিশ অনুযায়ী বরাদ্দপত্র ইস্যু করা হয়।

  1. সরকারি বাসা বরাদ্দ নীতিমালা-১৯৮২, অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন;
  2. মূল বেতনের প্রত্যয়নপত্র(প্রাপ্তি স্থান: স্ব-স্ব দপ্তরে হিসাব শাখা)

বিনামূল্যে

৩০ কর্মদিবস

  1.  

গৃহ নির্মাণ/গৃহ মেরামত অগ্রিম ঋণ প্রদান

যথাযথকর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রাপ্তির পর যাচাই-বাছাই করে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।

১ম কিস্তিরক্ষেত্রেঃ

  1. যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দ্দিষ্ট ফরমে আবেদন,
  2.  এ সংক্রান্ত ঋণ গ্রহণ করেননি মর্মে ঘোষনাপত্র,
  3.  বেতন সংক্রান্ত প্রত্যায়নপত্র,
  4.  ভূমির দলিলের সার্টিফাইড কপি,
  5.  এফিডেভিট

২য় কিস্তিরক্ষেত্রেঃ

  1. যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র,
  2.  সত্যায়িত খরচের ভাউচার,
  3.  ১ম কিসিত্মর জিওর ফটোকপি,
  4.  বায়নাপত্র।

বিনামূল্যে

০৭ কর্মদিবস

 

 

 

 

 

মোছাঃ সেলিনা সুলতানা,

সহকারী সচিব

বাজেট ও অডিট শাখা

ফোনঃ +৮৮-০২-৯৫৪০০৫০

মোবাইলঃ +৮৮০১৫৫২৪৭২৫১২

ই-মেইল- selinaasultanaland@gmail.com

 

  1.  

মটরসাইকেল অগ্রিম ঋণ প্রদান

প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক ক্রয়অগ্রিম মঞ্জুরির আদেশ জারি করা হয়।

১. যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন

২. প্রত্যায়নপত্র।

বিনামূল্যে

০৭ কর্মদিবস

  1.  

কম্পিউটার অগ্রিম ঋণ

প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক ক্রয়অগ্রিম মঞ্জুরির আদেশ জারি করা হয়।

১.যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন

২.প্রত্যয়নপত্র

৩.চুক্তিপত্র

৪. অঙ্গীকারপত্র

৫. বায়নাপত্র।

বিনামূল্যে

০৭ কর্মদিবস